কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নিহত মোটরসাইকেল আরোহী
নিহত মোটরসাইকেল আরোহী | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে অন্তর পাল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (শনিবার, ৭ জুন) সন্ধ্যা ৭টায় ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টার দিকে নিহত অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশে যাচ্ছিলেন। এমন সময় দশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। 

আরো জানা যায়, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অন্তর পালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুত্ব আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এসএইচ