পুরস্কার না নিয়ে মনু মিয়ার জানাজায় অভিনেতা খায়রুল বাসার

জানাজা শেষে মনু মিয়ার দাফন কার্যক্রমে অভিনেতা খায়রুল বাসার
জানাজা শেষে মনু মিয়ার দাফন কার্যক্রমে অভিনেতা খায়রুল বাসার | ছবি: এখন টিভি
0

কিশোরগঞ্জের ইটনায় বিনা পারিশ্রমিকে ৩ হাজার ৫৭টি কবর খননকারী মনু মিয়া (৬৭) মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে, হৃদয়ে আঘাত লেগেছে দূরের মানুষদেরও। তার প্রতি ভালোবাসা জানাতে ছুটে গেছেন অভিনেতা খায়রুল বাসার। পুরস্কার নিতে নয়, বরং শেষবারের মতো প্রকৃত এক নায়কের পাশে দাঁড়াতে।

আজ (শনিবার, ২৮ জুন) এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল অভিনেতা খায়রুল বাসারের। কিন্তু মনু মিয়ার মৃত্যুসংবাদ শোনার পর সেই অনুষ্ঠানে না গিয়ে সরাসরি কিশোরগঞ্জের ইটনায় ছুটে যান তিনি।

আরো পড়ুন:

জানাজা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এ অভিনেতা। তিনি জানান, কয়েকদিন আগে কথা হয়েছিল, আমাকে বাড়িতে আসার জন্য বলেছিলেন। আজ এলাম, কিন্তু তাকে জীবিত পেলাম না।

এসময় তিনি বলেন, ‘আমি চোখে দেখলাম একজন সৎ, সহজ ও আলোকিত মানুষের শেষ চিহ্নগুলো।’

খায়রুল বাসারের হাত ধরে মুন মিয়ার স্ত্রীর কান্না |ছবি: এখন টিভি

জানাজায় অংশগ্রহণ শেষে যাওয়ার সময় খাইরুল বাসার বলেন, ‘পুরস্কার তো জীবনে আরো পাওয়া যাবে। কিন্তু জীবিত এ মানুষটিকে শেষবার না দেখার আফসোস সারাজীবন বয়ে বেড়াতে হবে।’

আরো পড়ুন:

এর আগে, মনু মিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর অভিনেতা খাইরুল বাসার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, ‘মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি বলেন, ‘এতদিন তিনি ঢাকায় ছিলেন, তিন দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন—আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন, এ দোয়াও চাইতেন-বলতেন। হয়তো নিজ গ্রাম, নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নিবেন এই চেয়েছেন আল্লাহ। উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাঁকে শান্তিতে রাখুন। আমিন।’

এএইচ