চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান জানান, নিহত বাবু আলি সকালে তার মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাত ৯টার দিকে বাড়ি ফিরলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে বাড়িতেই মৃত্যু হয় তার।
বাবু দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন বলে ধারণা পুলিশের। আলির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।