চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধরের জেরে গণপিটুনিতে যুবক নিহত

ছেলের মারধরের শিকার মা
ছেলের মারধরের শিকার মা | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করার জেরে স্থানীয়দের গণপিটুনিতে বাবু আলি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ জুলাই) রাত ৯টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট বগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান জানান, নিহত বাবু আলি সকালে তার মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাত ৯টার দিকে বাড়ি ফিরলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে বাড়িতেই মৃত্যু হয় তার। 

বাবু দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন বলে ধারণা পুলিশের। আলির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএইচ