দিনাজপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বজনরা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বজনরা | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষার অকৃতকার্য হওয়ার অভিমানে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিতা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এস এস সি (বিজ্ঞান) বিভাগ থেকে পরীক্ষার অংশ গ্রহণ করেছিলেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য তফুর উদ্দিন জানান,আজ সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে রিতা মনি পরীক্ষার অকৃতকার্য হয়। অভিমানে বাড়িতে থাকা কীটনাশক পান করেন।

আরও পড়ুন:

পরে, গুরুতর অসুস্থ অবস্থা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, পরীক্ষার অকৃতকার্য হওয়ার অভিমানে রিতা মনি নামের এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেজু