হিমছড়িতে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি চবি শিক্ষার্থী অরিত্রের

নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান
নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান | ছবি: সংগৃহীত
0

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের খোঁজ মিলেনি চার দিনেও। সাগরের ঢেউয়ে ভেসে যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা গেলেও অরিত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। তার খোঁজে এখনও অভিযান চালাচ্ছে লাইফগার্ড সদস্য ও জেলা প্রশাসনের বীচ কর্মীরা। প্রতিদিন সকাল থেকে স্পিড বোটে করে মহেশখালী, সোনাদিয়া এবং নাজিরারটেক উপকূলজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

গত মঙ্গলবার (৮ জুলাই) সকালে তিন সহপাঠী একসাথে সাগরে নামেন। এর আড়াই ঘণ্টার মধ্যেই ভেসে আসে ঢাকার মিরপুরের বাসিন্দা সাদমান রহমান সাবাবের মরদেহ। 

আরও পড়ুন: বারণ সত্ত্বেও গোসলে নামেন তিন বন্ধু; তীব্র ঢেউয়ে চোখের সামনেই ভেসে গেলো

এর পরের দিন বুধবার (৯ জুলাই) সকালে ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে নাজিরারটেক শুঁটকি মহাল সৈকতে পাওয়া যায় বগুড়ার আসিফ আহমেদের মরদেহ।

আরও পড়ুন:

তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র। নিখোঁজ অরিত্র হাসান বগুড়া সদরের নিধনিয়া দক্ষিণ পাড়ার আমিনুল ইসলামের ছেলে।

সীসেইফ লাইফ গার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, ঘটনার পর থেকেই উপকূলজুড়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এসএইচ