সুনামগঞ্জে নৌকা ডুবে ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

মধ্যনগর থানা, সুনামগঞ্জ
মধ্যনগর থানা, সুনামগঞ্জ | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক দুটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শালদীঘা হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে এক নারী মারা যান। একই দিনে গলহা খালে পানিতে ডুবে মা ও তার তিন বছর বয়সী মেয়ে প্রাণ হারিয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জেলা ধর্মপাশা উপজেলার নৌকাঘাট থেকে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি স্রোতের বিপরীতে মধ্যনগর উপজেলার দিকে যাচ্ছিল। পিঁপড়াকান্দা ব্রিজের কাছে শালদীঘা হাওরে নৌকাটি ডুবে যায়। সবাই সাতার কেটে পাড়ে উঠলেও শামসুর নাহার নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ‘নৌকায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে পাড়ে উঠলেও এক নারী পানিতে ডুবে মারা গেছেন। পুলিশের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজ নেই।’

অপরদিকে, একই দিনে মধ্যনগর উপজেলার গলহা গ্রামের একক ভিক্ষুক মহিলা ও তার তিন বছর বয়সী মেয়ে বিথী গলহা খাল পারাপারের সময় পানিতে ডুবে মারা গেছেন। নিহত মা বিলকিস বেগম (২৫) ও মেয়ে বিথীর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে।

ইএ