আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।
ওসি জানান, আজ সকালে ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর এলাকায় রয়েল পরিবহন ও স্থানীয় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং ১০ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।