খুনিদের অব্যাহতি দিয়ে নিরপরাধকে আসামি করে চার্জশিটের অভিযোগ; শেরপুরে প্রতিবাদ মিছিল

শেরপুরের প্রতিবাদ মিছিল
শেরপুরের প্রতিবাদ মিছিল | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ৩ ছাত্র হত্যা মামলার চার্জশিটে প্রকৃত খুনিদের অব্যাহতি এবং নিরপরাধ ব্যক্তিদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে বিতর্কিত চার্জশিট প্রেরণের অভিযোগ তুলে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুর ২টায় শহরের থানা মোড়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সদস্য সচিব শাহানুর রহমান সায়েম, মুখপাত্র ফারহান ফুরাদ তুহিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, জুলাই যোদ্ধা মো. আরিফ, মো. সজিবসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেরপুর জেলায় ৩ জন ভাই শহিদ হয়েছেন। ওই ঘটনায় দায়ের করা ৩টি হত্যা মামলায় আদালতে দাখিল করা চার্জশিটে কয়েকজন প্রকৃত আসামিকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরীহ অনেক কৃষক-শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসময়, তারা অর্থের বিনিময়ে দেওয়া এ মিথ্যা চার্জশিট বাতিল করে অনতিবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের অন্তর্ভুক্তিকরণসহ নিরীহদের বাদ দেয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসএইচ