বৈরী আবহাওয়ায় রোহিঙ্গাবোঝাই বোট ঢুকে পড়লো সেন্টমার্টিন দ্বীপে

সেন্টমার্টিন দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ | ছবি: সংগৃহীত
0

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর পাড়ি দিয়ে একটি রোহিঙ্গাবোঝাই বোট ঢুকে পড়েছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকাল ৭টার দিকে দ্বীপের উত্তর বিচে আসে বোটটি।

বোটে থাকা ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু, যাদের সবাই মিয়ানমার নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজিবি সদস্যরা। এরপর রোহিঙ্গাদের হেফাজতে নিয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন তারা। 

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত এসব রোহিঙ্গা বিজিবির হেফাজতেই রয়েছেন।

এসএইচ