নারায়ণগঞ্জে বকেয়া ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা: অভিযুক্তদের বহিষ্কার, গ্রেপ্তারের দাবি বিএনপির

মরদেহ
মরদেহ | ছবি: এখন টিভি
4

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে দোকান ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তরা জেলা বিএনপির কর্মী বলে জানা গেছে। অভিযুক্তদের বহিষ্কার করে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারকে চিঠি দেয়া হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। গতকাল (বুধবার, ৩০ জুলাই) রাতে বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি অভিযুক্ত পাঁচজনকে বহিষ্কারের বিষয়টিও উল্লেখ করা হয়।

চিঠিতে উল্লিখিত বহিষ্কৃত পাঁচজন হলেন- সাবেক ইউপি সদস্য ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান। এছাড়া দুই সহদোর আলম মিয়া ও সাদ্দাম হোসেন। তারা বেনু মিয়ার ছেলে।

আরও পড়ুন:

পুলিশ সুপারকে দেয়া চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘এই অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আপনাকে অনুরোধ করা হলো।’

ইএ