বগুড়ায় রাতভর বৃষ্টিতে খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দেয়াল ধসে নিহত ১

বগুড়ায় বৃষ্টির পানিতে ধসে পড়া মাটির বাড়ি
বগুড়ায় বৃষ্টির পানিতে ধসে পড়া মাটির বাড়ি | ছবি: এখন টিভি
0

বগুড়ায় রাতভর বৃষ্টিতে মাটি নরম হয়ে ঢাকা-রংপুর মহাসড়কে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এতে কেউ হতাহত না হলেও আজ (রোববার, ৩ আগস্ট) সকাল থেকে বগুড়া শহরের দক্ষিণাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে—মেরামতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে, বৃষ্টির কারণে বাড়ির দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে।

রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে মাটি নরম হয়ে বগুড়ার বনানী এলাকায় ৩৩ হাজার কেভির ৩টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ঢাকা রংপুর মহাসড়কে।

এসময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বৈদ্যুতিক তার ও খুঁটি অপসারণের পর প্রায় তিন ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।

এদিকে খুঁটি উপড়ে পড়ায় বগুড়ার শহরের দক্ষিণাংশের বনানী, সিলিমপুরসহ কয়েকটি এলাকায় এখন পর্যন্ত বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

স্থানীয়রা জানান, হঠাৎ এরকম দুর্ঘটনায় তাদের ক্ষতি হতে পারতো। বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার পর এ বিষয়টি নজরে আসে তাদের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এলাকায় সংযোগ স্বাভাবিক করতে বিকল্প পদ্ধতিতে সংযোগ দেয়া হচ্ছে জানান নেসকোর নির্বাহী প্রকৌশলী।

আরও পড়ুন:

নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মন্নাফ বলেন, ‘বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। এখন যে খুঁটিটা ভেঙেছে সেটি মেরামতে কাজ চলমান রয়েছে।’

এদিকে বগুড়া শহরের ফুলতলা এলাকার একটি মাটির বাড়ির দেয়াল ধসে নিহত হয়েছেন কিবরিয়া নামের এক ইলেকট্রিক মিস্ত্রি। সকালে দুর্ঘটনার পর স্থানীয়রা তার চাপা পড়া মরদেহ উদ্ধার করে।

পরে ফায়ার সার্ভিস তার মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে।

বগুড়ায় গেলো রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৬ ঘণ্টায় ৯৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এসএইচ