তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী আর মিয়ানমার একটি বৈরি রাষ্ট্র। তাই এ দেশ পরিচালনায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তরুণদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে রাখতে হবে। তাহলেই কেবল আমরা এক্সটার্নাল থ্রেট মোকাবিলা করতে পারবো।’
আরও পড়ুন:
এরআগে দিবসটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড.এম ইয়াকুব আলি, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।এসময় জুলাই যোদ্ধাদের সম্মাননা পুরষ্কার তুলে দেওয়া হয়। পরে জুলাই বিপ্লব নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।