প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা আপনাকে পছন্দ করি। তবে, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কেননা, যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে।’
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ইনশাআল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। যারা পিআর ও সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে ভোট চায়, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তার পরিণামে পেয়েছেন ফাঁসি। ২০১৪ সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটে নির্বাচনে অংশ না নিত তখন একমাত্র আল্লাহ ছাড়া শক্তি ছিল না ওই নির্বাচন করার।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালে সিটে বসে বিনা ভোটে এমপি হয়েছেন। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও পঁচিয়ে দিয়েছে।’
একটি পক্ষ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন এ দেশের মানুষ মেনে নিবেনা।’