তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাষ্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে। তিনি আজমিরি পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে স্টেশন রোড এলাকা থেকে অজ্ঞাত যুবকের মাথা বিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পিবিআই আঙ্গুলের ছাপ থেকে লাশের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, ব্যাগ ভর্তি মরদেহ ফেলে যাওয়া স্থানের পাশের একটি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ৫৮ মিনিটে মাস্ক পরিহিত দুইজন যুবক একটি অটোরিকশায় চড়ে স্টেশন রোড আসেন। পরে রিকশা থেকে দুটি ট্রাভেল ব্যাগ নামিয়ে সড়কের ফুটপাতের পাশে রেখে সটকে পড়েন।
পরে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে। ব্যাগের ভেতর মাথাবিহীন খণ্ডিত আট টুকরো মরদেহ পাওয়া যায়। এর মধ্যে দুই হাত, চার টুকরো পা, এবং বুক ও পেটের নিচের অংশ ছিলো।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক ( তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’