গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কার্যক্রম নিয়ে বাম ছাত্র সংগঠনের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের আদর্শ নিয়ে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।’
ক্যাম্পাসের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে রাকিব বলেন, ‘অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত, তাই তাদের এই দাবি স্বাভাবিক। তবে বাংলাদেশ ছাত্রদল পুরনো কার্যপদ্ধতি পুনরাবৃত্তি না করে নতুন ধারায় শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’
আরও পড়ুন
তিনি সতর্ক করেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এখনও সক্রিয় রয়েছেন। তাই দেশের ছাত্র সমাজকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।