জেলা প্রশাসক ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে গালাগাল: সাবেক এমপি গফুর ভুঁইয়াকে বিএনপির শোকজ

বিএনপির সাবেক এমপি গফুর ভুঁইয়া
বিএনপির সাবেক এমপি গফুর ভুঁইয়া | ছবি: সংগৃহীত
0

কুমিল্লা জেলা প্রশাসক ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে গালাগাল, হুমকি এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শোকজ করেছে বিএনপি। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) উল্লেখিত কর্মকাণ্ডের কারণে গফুর ভূঁইয়াকে অভিযুক্ত করে শোকজ করে বিএনপি।

কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার স্বাক্ষরিত শোকজ কপিতে বলা হয়, অতি সম্প্রতি কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও জেলা প্রশাসনকে নিয়ে আপনার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাছাড়া গত ১১ ও ১২ আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলার বিভিন্ন ইউনিয়ন সম্মেলন করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উক্ত বিষয়ে আগামী তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন:

এর আগে চলতি বছরের ১৮ মে কুমিল্লা-১০ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার ও কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন

নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি পদ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অতি সম্প্রতি এ বিষয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ইএ