নিহত সোহাগ খান পিরোজপুর জেলার নাজিরপুর থানার নাজিরপুর ইউনিয়নের কলতলা গ্রামের মাহবুব খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে জানা গেছে, সেতুর একটি অংশে বৈদ্যুতিক কাজ চলাকালে আর্থিং লাইন ও বিদ্যুৎ সংযোগ লাইনের মধ্যে ত্রুটি দেখা দেয়। এতে সোহাগের ডান হাতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খালে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।