গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পংতিরছা গ্রামের নুরুল আলমের ছেলে শ্রাবণ (২৩) ও একই উপজেলার সমেতপুর গ্রামের মৃত ইন্তাজ শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৩৮)।
এর আগে আজ ভোর ৫টার দিকে দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) রাতে অভিযান চালানো হয়। এসময় আসামি শ্রাবণের কাছ থেকে ৫০ পিস এবং নজরুল ইসলামের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
আরও পড়ুন:
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’