বড়দের পদাঙ্ক অনুসরণে অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ জয়ের লক্ষ্য

অনূর্ধ্ব-১৭ দলের মেয়েদের অনুশীলন
অনূর্ধ্ব-১৭ দলের মেয়েদের অনুশীলন | ছবি: এখন টিভি
0

জাতীয় নারী ফুটবল দলের পর অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও জয় করেছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এবার সেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামছে অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা।

ভুটানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চার দেশ। স্বাগতিক ভুটান আর বাংলাদেশ ছাড়াও আছে ভারত ও নেপাল। টুর্নামেন্টে দলকে শিরোপা এনে দেয়ার ব্যাপারে আশাবাদী দলের খেলোয়াড় উম্মে কুলসুম।

আরও পড়ুন:

প্রথম দিনের অনুশীলন শেষে উম্মে কুলসুম জানালেন, পুরো দলই সাফল্য পেতে আত্মবিশ্বাসী। আর দলের ম্যানেজার মাহমুদা আক্তারের ভাষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাই মেয়েদের সামনে বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জও উতরে যাবে মেয়েরা এমনই বিশ্বাস তার।

এসএইচ