বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না: ফরিদপুরে শামা ওবায়েদ

র‌্যালিতে শামা ওবায়েদ
র‌্যালিতে শামা ওবায়েদ | ছবি: সংগৃহীত
0

বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আজ (শনিবার, ১৬ আগস্ট) ফরিদপুরের নগরকান্দায় শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৫১তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে বিএনপি নেতাকর্মীদের দোষ দিয়েছে। গত ১৭ বছরে বিএনপির উপরে নির্যাতন চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সাম্যের রাজনীতি করবে, প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠবে না।’

এএইচ