জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বন্দর থানা পুলিশ একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৮০৪৬) এসময় মাইক্রোবাসটি তল্লাশি করে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের বহনকৃত ব্যাগ থেকে ৪টি র্যাবের জ্যাকেট, একটি কালো রঙের হ্যান্ডকাফ, খেলনা সদৃশ একটি ওয়াকিটকি, একটি সিগন্যাল লাইট, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এবং দুইটি স্কচটেপ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা র্যাব পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। আটককৃতরা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মো. আলমগীর হোসেন (৪২), অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মো. মামুন সরকার (৪৩), মো. এনামুল হক (৩৩), মো. শফিকুল ইসলাম (৫৬)।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।





