১৯৭১ সালের ৩০ মার্চ ভোরে পাক হানাদাররা প্রথম আক্রমণ চালায় কুষ্টিয়ায়। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধে ১ এপ্রিল রাতে পাক সেনারা পিছু হটতে বাধ্য হলেও পরে টানা বিমান হামলা ও নতুন শক্তি নিয়ে ১৬ দিন পর আবার কুষ্টিয়া দখল করে নেয় তারা। পুরো মুক্তিযুদ্ধ জুড়েই কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর তুমুল যুদ্ধ চলে।
আরও পড়ুন:
এরমধ্যে ২৬ নভেম্বর জেলার দৌলতপুরের ধর্মদহ ব্যাংগাড়ি মাঠে ঘটে বৃহত্তম সম্মুখ যুদ্ধ। ৯ ডিসেম্বর শহর ছাড়া কুষ্টিয়ার সব এলাকা শত্রু মুক্ত হয়। শহরমুক্ত করতে শুরু হয় চূড়ান্ত লড়াই, যেখানে উভয় পক্ষেই বহু মানুষ প্রাণ হারান। অবশেষে ১১ ডিসেম্বর আসে কুষ্টিয়ার বিজয়ের দিন-হানাদারমুক্ত কুষ্টিয়া পায় স্বাধীনতার স্বাদ। এদিকে কুষ্টিয়া মুক্ত দিবস ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন রয়েছে।





