গতকাল (সোমবার, ১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে শরীয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন সেতুর ২৯ নম্বর পিলারের কাছে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগতির বসুমতি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৯৬) ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের আরেকটি বাসকে (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩০৮) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুন:
এ ঘটনায় বসুমতি পরিবহনের হেলপার মো. তোফায়েল মিয়া (২৭) ঘটনাস্থলেই মারা যান। তিনি মাদারীপুর জেলার বন্দর দৌলতপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় বসুমতি পরিবহনের আরও ৭ থেকে ৮ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তোফায়েল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য পদ্মা সেতু দক্ষিণ থানা হেফাজতে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর দুই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ বাস দুটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





