আজ (রোববার, ১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে ছেড়ে আসা ‘বাঁশখালী সুপার সার্ভিস’র একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেইল করে। এসময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে গেলে দোকানটি ‘সম্পূর্ণ’ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে। এছাড়া এ ঘটনায় একটি ফলের দোকান ও একটি মাংশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:
অটোরিকশা চালক মফিজ বলেন, ‘বেপরোয়া গতির বাসটি আসতে দেখে আমি রিকশাটি রাস্তার একপাশে রেখে লাফ দিয়ে প্রাণে রক্ষা পাই। বাসটি সজোরে ধাক্কা দিলে আমার রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।’
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার কাজে অংশ নেয়।
হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় বলে জানা যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।





