বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের এ যৌথ অভিযানে খুলনা শহরের একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ২ জন ঘনিষ্ঠ সহযোগীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় একটি দেশিয় শট গান, ৩ রাউন্ড গোলা-বারুদ, ২৫টি ক্রেডিট কার্ড, বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, ব্ল্যাংক চেক ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।’
এ ছাড়া বিজ্ঞপ্তিতে, যেকোনো ধরণের অপরাধ কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়।—প্রেস বিজ্ঞপ্তি