উত্তরায় র‌্যাব পরিচয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

র‌্যাব পরিচয়ে টাকা ছিনতাই
র‌্যাব পরিচয়ে টাকা ছিনতাই | ছবি: সংগৃহীত
0

রাজধানীর উত্তরায় র‌্যাবের পোশাক পরে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এর এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম।

তিনি বলেন,  ‘শনিবার সকালে নগদের ডিস্ট্রিবিউটর আব্দুর রহমানের কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা ছিনিয়ে নেন কয়েকজন ব্যক্তি। যাদের গায়ে র‌্যাব লেখা পোশাক পরা ছিল। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও গাড়ি উদ্ধার করা হয়েছে।’

পুলিশ জানায়, গত ১৪ই জুন সকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরে এক কোটি আট লাখ এগারো হাজার টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় এখন পর্যন্ত ৩৪ লাখের বেশি টাকা উদ্ধার করেছে করা হয়েছে। এই ঘটনায় ব্যবহৃত গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার জট খুলেছে বলে জানায় পুলিশ।

পরবর্তীতে চক্রের মূলহোতা চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা শাহীনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডাকাতির মামলা তদন্তাধীন রয়েছে বলে জানায় পুলিশ। বাকি টাকা শিগগিরই উদ্ধার করতে পারবেন বলেও আশাপ্রকাশ করেন ডিএমপির উত্তরা বিভাগের ডিসি।

ইএ