কুষ্টিয়ায় পদ্মার তীরে গ্রামবাসীর ওপর দুর্বৃত্তের গুলি

স্পিড বোট থেকে দুর্বত্তদের গুলিবর্ষণ
স্পিড বোট থেকে দুর্বত্তদের গুলিবর্ষণ | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীরে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমিরুল ইসলাম নামে এক কৃষকসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার রায়টা বালু ঘাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করে স্পীড বোটে ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসী রায়টা বালুঘাট এলাকায় নৌকা যোগে এসে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে। এতে রায়টা ফয়জুল্লাহপুর এলাকার কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত আমিরুল ইসলামকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

গেল কয়েকদিন ধরে পদ্মা নদীতে বালুবহনকারী নৌকা চলাচলে কৃষিজমিসহ নদী পাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়। এতে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ওই এলাকার ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়।

এতে ক্ষুব্ধ হন রাজশাহীর আলাইপুর এলাকার কতিপয় বালু ব্যবসায়ী। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের কয়েকজন জানিয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ‘এ রকম একটা ঘটনা ঘটেছে বলে জেনেছি। এতে আহত হয়েছেন একজন। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে গুলিবর্ষণের ঘটনার পর রায়টা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এএইচ