গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কেউ

নিহত মো. আসাদুজ্জামান তুহিন, খুনের স্পট
নিহত মো. আসাদুজ্জামান তুহিন, খুনের স্পট | ছবি: এখন টিভি
3

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ।

অন্যদিকে, ইট দিয়ে সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের শরীর থেতলে দেয়ার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

জানা গেছে, সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করেছিল।  সাংবাদিক তুহিন সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন। তখন আসাদুজ্জামানকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এ তথ্য জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

হত্যাকাণ্ড নিয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, 'সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার আগমুহূর্তের কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আসাদুজ্জামান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দৃশ্য ভিডিও করায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।'

এ ঘটনার খবর সারাদেশে ছড়িয়ে পড়লে গতকাল রাত ১২টায় হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে। প্রতিবাদ ও বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

তবে হত্যাকাণ্ডের ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এসএইচ