সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ থানা
মানিকগঞ্জ থানা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএসসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

পুলিশের এ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল বুধবার (১৩ আগস্ট) দিনভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন— সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস মো. আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম (৬৩), মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু (৫০), মো. নুরুল ইসলাম ওরফে নুরু (৬২), মোহাম্মদ মোশারফ হোসেন (৩৮), মোহাম্মদ রাজু (৩৫), মো. ইমরান মাহমুদ ইরান (২১), নিজাম ব্যাপারী (৬৫) ও মো. আজিম মিয়া (৪৩)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, আসামিরা ১৫ আগস্টকে কেন্দ্র করে সরকারবিরোধী কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে দিনভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হবে।’

তিনি জানান, গ্রেপ্তাররা আ.লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলীয় নিষিদ্ধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এসএইচ