চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে গতরাতে (শনিবার, ৮ নভেম্বর) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বেলাল হোসেন, তিনি সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানায়, বেলাল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ জানায়, বেলাল রাতের বেলায় বাজারেই থাকতেন। গত রাতে তিনি সড়কের পাশে একটি দোকানের সামনে ঘুমিয়ে ছিলেন। এ বাজারে রাতের সময় চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা অনুযায়ী, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে বেলালকে হত্যা করে পালিয়েছে।

আরও পড়ুন:

মরদেহের পাশে বড় কাঠের টুকরা পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, কাঠ দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

এসএইচ