কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার করা দুইজন
গ্রেপ্তার করা দুইজন | ছবি: এখন টিভি
0

কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছ। গতকাল (মঙ্গলবার, ২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন (৩০) ও আলী হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির (২৩)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি একনলা দেশিয় বন্দুক উদ্ধার করে যৌথবাহিনী।

তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারের ডান হাত খ্যাত।

আরও পড়ুন:

নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহমুদ জানান, মঙ্গলবার রাতে উপজেলার চিওড়া–তেজের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আনোয়ার ও নাসিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একনলা দেশিয় বন্দুক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের পরবর্তীতে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়।

ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও ফোন রিসিভ করে কথা না বলায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, ‘যৌথবাহিনী আটক দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।’

এসএস