নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার অভিযুক্ত ডালিম
র‌্যাব হেফাজতে গ্রেপ্তার অভিযুক্ত ডালিম | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভনে এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ডালিমকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর দারুসসালাম থানাধীন লালকুঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাইম উল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ডালিম সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর চট্টগ্রাম রোড ওভারব্রিজের নিচে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয় হয় ডালিমের। এক পর্যায়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ১ ডিসেম্বর ওই নারীকে মদনপুর বাসস্ট্যান্ডে যেতে বলা হয়।

আরও পড়ুন:

পরে ২ ডিসেম্বর সকালে সেখানে পৌঁছালে ডালিম তাকে মারুফ নামের আরেক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর চাকরির ইন্টারভিউয়ের কথা বলে গেস্টহাউজে নেয়া হয় ভুক্তভোগীকে। কিছুক্ষণ পর ডালিম, মারুফ ও উজ্জল নামে আরও এক ব্যক্তি রুমে প্রবেশ করে এবং ওই নারীকে কুপ্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জিম্মি করে ডালিম ও মারুফ জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর ভুক্তভোগী ওই নারী বন্দর থানায় মামলা দায়ের করেন।

এসএইচ