চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র-রাইফেলের গুলিসহ গ্রেপ্তার ২

পুলিশ হেফাজতে অস্ত্রসহ গ্রেপ্তার দু’জন
পুলিশ হেফাজতে অস্ত্রসহ গ্রেপ্তার দু’জন | ছবি: সংগৃহীত
0

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে চট্টগ্রামের বাঁশখালী থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বইলছড়ি ইউনিয়নে বাঁশখালী-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন— খুরশিদ আলম ও হাসান প্রকাশ আকাশ।

আরও পড়ুন:

পুলিশ জানায়, তারা দু’জন এসব অস্ত্র নিয়ে বাঁশখালী থেকে একটি টেম্পুতে করে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। এসময় টেম্পুটির গতিবিধি সন্দেহজনক মনে হলে দাঁড় করায় পুলিশ। পরে গাড়ির ভেতর লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আসন্ন নির্বাচনে নাশকতা তৈরির উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে ধারণা পুলিশের। আটকদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ