ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হলে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে সাগরকে গুলি করে ইমন ইসলাম নামে এক যুবক। তবে কী নিয়ে এ হত্যাকাণ্ড- তা স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।





