‘যুক্তরাষ্ট্রের শুল্কনীতির চাপ মোকাবেলায় সরকার পদক্ষেপ নিয়েছে’

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক ঘোষিত শুল্কনীতির চাপ মোকাবেলায় অন্তর্বর্তী সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

আজ (শনিবার, ১৭ মে) দুপুরে ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ১০০টি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হয়েছে।’ 

ব্যবসায়ীদের স্বস্তি দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ‌

অন্যদিকে রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ দেশের অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তবে শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।

এদিকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি থেকে রেহাই পেতে দেশটিকে বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা দিলে অন্যান্য দেশগুলোও একই প্রত্যাশা করতে পারে।‌ তাই বিষয়টিকে বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করার কথাও বলেন তিনি।

এসএইচ