আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেসটুন, ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে কার্যালয় ঘেরাও করে আবারো বিক্ষোভ করেন তারা।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, দাবি আদায়ে জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে তারা স্মারকলিপি দেয়।
তারা জানায়, শিক্ষার্থীদের বিষয়গুলো আমলে না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কারিগরি প্রশাসন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দাবির বিপরীতে গিয়ে একতরফাভাবে তাদের অধিভুক্ত প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়ে নেয়। যার ফলে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনস্ত থাকতে চাচ্ছে না।
কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাবেন শিক্ষার্থীরা।