৭ দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

‎শিক্ষক সংকট দূরীকরণসহ ৭ দফা দাবি আদায়ে অনিদিষ্টকালের জন্য ‘শাট ডাউন’ ঘোষণা দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) পঞ্চম দিনের মত কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাস সন্মুখে বস্ত্র মন্ত্রণালয়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো জন্মলগ্ন থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট, ন্যূনতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত।’ 

শিক্ষক সংকট নিরসনসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।

‎সমস্যা সমাধানে ৭ দাবি হলো— শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, ৩ মাসের মধ্যে মার্কশীটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রিটেক ফি কমানো, শতভাগ আবাসন প্রদান এবং ‎ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু।

এসএইচ