আজ (রোববার, ১১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।
এ দিন গোলাম রাব্বানীকে চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদ জানিয়ে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণসহ সব ‘ফ্যাসিস্টদের’ বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়। এসময় ডাকসুর কয়েকজন সদস্যসহ সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
আরও পড়ুন:
এরপর সংবাদ সম্মেলনে মুসাদ্দিক বলেন, ‘শেখ হাসিনার শাসন টিকিয়ে রাখতে বছরের পর বছর গোলাম রাব্বানী ছাত্রলীগকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার চালিয়েছেন।’
এছাড়া ভিপি নুরের ওপর হামলা, ২০২২ সালে ছাত্রদলের ওপর হামলাসহ জুলাই আন্দোলনকালীন শিক্ষার্থীদের ওপর হামলায়ও তার প্রত্যক্ষ মদত ছিল বলে দাবি করেন মুসাদ্দিক।
বহুবার নিয়মতান্ত্রিক উপায়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এ পর্যন্ত ব্যবস্থা নেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এসময় ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসন করা হলে শিক্ষার্থীরা কঠোর অবস্থানে যাবে।’





