গতকাল (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) রাত ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আই.আই.সি.টি ভবনের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা।
জানান, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন না হলে কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা। এমনকি মঙ্গলবার ও বুধবার স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা বন্ধের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
তবে শাকসু নির্বাচন নির্দিষ্ট তারিখ হবে কিনা সে ব্যাপারে কমিশন পরবর্তী সভায় সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





