গতকাল (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে ৭০টি আপিলের ওপর শুনানিতে ৫৩টি আপিল মঞ্জুর করা হলেও ১৭টি আবেদন নামঞ্জুর করেছে কমিশন।
১০ জানুয়ারিতে শুরু হওয়া আপিলে গত চার দিনে সবমিলিয়ে ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পায়। এর আগে সোমবার ৪১টি আপিল আবেদন মঞ্জুর করে ইসি।
আরও পড়ুন:
আপিল শুনানিতে ২৪টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনি এলাকায় ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।




