ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া
বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া | ছবি: সংগৃহীত
0

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। দেশের বেশ কয়েকটি জেলায় কয়েকদিন ধরে বৃষ্টিপাতের খবর পাওয়া গেলেও রাজধানী ঢাকাতে তেমন হয়নি বললেই চলে। তবে, কিছুটা হলেও মিলেছে স্বস্তির খবর। আবহাওয়া অফিস তাদের সবশেষ বার্তায় জানিয়েছে, আজ (বুধবার, ১৪ মে) ঢাকাসহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকার কিছু জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার কিছু স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে।

বজ্রপাতের সময় ঘরের বাইরে না যেতে সবাইকে সতর্ক করে আবহাওয়া অধিদপ্তর।

সেই সাথে, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দটি শোনার পর থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করার জন্যও নির্দেশনা দেয়া হয়।

এসএইচ