তিন বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি | ছবি: সংগৃহীত
0

ভারি বৃষ্টিপাতের সতকর্বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার, ১৮ মে) পরিচালকের পক্ষ থেকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ সতর্ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট জেলার কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা এর বেশি) এর বর্ষণ হতে পারে।

আরো পরুন:

এর আগে, এক সতর্কবার্তায় আজ দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার কিছু স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

এসএইচ