পশ্চিম বঙ্গে লঘুচাপ আর বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফেনিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৯৯ মিলিমিটার আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ঢাকায় ৭৭ মিলিমিটার।
সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপ কমলে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে আসবে। তবে এর ব্যত্যয় হলে চট্টগ্রাম, বরিশাল খুলনা এবং ঢাকায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। পুরো জুলাই মাস জুড়ে সারাদেশে হালকা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।