ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের মতে, নতুন এ মডেলের বুদ্ধিমত্তা এতটাই উন্নত যে এর তুলনা করা যাবে যেকোনো বিষয়ে একজন পিএইচডি স্তরের বিশেষজ্ঞের সঙ্গে।
প্রতিষ্ঠানটির মতে, এ সংস্করণটি আগের মডেলগুলোর তুলনায় অনেক দ্রুত এবং দক্ষতার সাথে আরও নির্ভুল ও বাস্তবসম্মত উত্তর দিতে সক্ষম হবে।
এছাড়া জটিল ও একাধিক ধাপের নির্দেশনা অনুসরণ করে সমস্যা সমাধানে এ মডেলটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে দাবী করে ওপেনএআই।