যুক্তরাষ্ট্রের ঋণমান সূচক কমালো মুডিস; রেটিংয়ে এক ধাপ অবনমন

ডলারের ছবি
ডলারের ছবি | ছবি: সংগৃহীত
0

ফিচ ও এস এন্ড পি গ্লোবালের পর যুক্তরাষ্ট্রের ঋণমান সূচক কমালো মুডিস। বর্তমানে ট্রিপল এ থেকে যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্রেডিট রেটিং এক ধাপ নেমে দাঁড়িয়েছে ডবল এ ওয়ানে।

গতকাল (শুক্রবার, ১৬ মে) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় ঋণের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রশাসন ও কংগ্রেস। 

বর্তমানে মোট দেশজ উৎপাদনের ৯৮ শতাংশই খরচ হচ্ছে ঋণ পরিশোধে। তবে এমন চলতে থাকলে ২০৩৫ সাল নাগাদ এই সংখ্যা পৌঁছাতে পারে ১৩৪ শতাংশে। 

তাই ঋণের ওপর সুদের হার বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে আনা হয়েছে। এর আগে ২০২৩ সালে ফিচ ও ২০১১ সালে এস এন্ড পি গ্লোবাল দেশটির ঋণমান সূচক কমিয়েছে।

এসএইচ