বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের সঙ্গে প্রতিযোগিতায় দিন দিন পিছিয়ে পড়ছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। উদ্বেগজনক হারে কমছে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি।
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী টেসলার বিক্রি কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। এতে ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব কমেছে টেসলার।
এপ্রিল থেকে জুন তিন মাসে টেসলার রাজস্ব কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৫০ কোটি ডলারে। যা এক বছর আগে একই সময় ছিল আড়াই হাজার কোটি ডলারের বেশি। শেয়ার বাজারেও পতনের মুখে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
ওয়াই মডেলের আকর্ষণীয় বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেও বিক্রি বাড়াতে পারেনি। গাড়ির যন্ত্রাংশ আমদানিতে মার্কিন শুল্কারোপ এবং মানের তুলনায় চীনের তৈরি গাড়ির দাম কম হওয়ায় বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলা হিমশিম খাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সিস্টেম্যাটিক ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স উলফ বলেন, ‘এই মুহূর্তে কম দামের মধ্যে চীনের কাছে অনেক উচ্চমানের ইভি রয়েছে। যারা ইতোমধ্যেই উন্নয়নশীল বিশ্বে বাজার সম্প্রসারণ করেছে। তাই আমি মনে করি বৈদ্যুতিক গাড়ির বাজারটি উন্মুক্ত ক্ষেত্র নয়। এখানে অনেক প্রতিযোগী বেড়ে যাওয়ায়, টিকে থাকার জন্য অবশ্যই লড়াই করতে হবে।’
এ অবস্থায় চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে গাড়ি বিক্রি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে টেসলা। ইতোমধ্যে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালেই চালকবিহীন রোবোট্যাক্সি-সাইবার ক্যাব এবং সেমি ট্রাকের উৎপাদন বাড়াবে টেসলার।
বাজার পুনরুদ্ধারে টেসলার এই প্রচেষ্টাও খুব একটা কাজে আসবে না বলে শঙ্কা করছেন অনেকে। কারণ হিসেবে তুলে ধরা হয়েছে- মার্কিন শুল্ক ঝড় এবং হুট করে ট্রাম্পের সঙ্গে ইলনে বন্ধুত্বের ইতি। যার কারণে মেয়াদ শেষ হওয়ার আগে ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগও করেছিলেন টেসলা প্রধান। এরপর থেকেই প্রতিষ্ঠানটির সংকটের পাল্লা ভারি হচ্ছে বলে মনে করা হচ্ছে।
ম্যাক্স উলফ বলেন, ‘আমি মনে করি এটি ইলন মাস্কের ডিওজিই যুগের পর থেকে একটি বড় পরিবর্তনের মুখোমুখি টেসলা। আমার ধারণা তখনকার বিতর্কে অনেক নতুন ক্রেতাও হারিয়েছে প্রতিষ্ঠানটি। ট্রাম্পের সাথে বিবাদের আগে কেউ ভাবতেও পারেনি যে, তার বিক্রি তলানির দিকে যাবে।’
যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার পর ট্রাম্প-মাস্ক বৈরিতা তুঙ্গে পৌঁছায় চলতি মাসেই। এ কারণে ইলন মাস্ক টেসলার প্রতি যথেষ্ট সময় এবং মনোযোগ দিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কিত বিনোয়োগকারীরা।