ইউরেনিয়ামের উৎপাদন কমাতে ইরানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইউরেনিয়ামের উৎপাদন কমাতে ইরানকে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘তেহরান পারমাণবিক শক্তি বাড়াতে কাজ শুরু করলে এর পরিণতি ভালো হবে না।’

একই দিনে স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরান খুবই খারাপ সংকেত দিচ্ছে। একবার তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরান যদি আবারও সেই পথে হাঁটে, তাহলে ওয়াশিংটনও দ্রুত তাদের সেই ক্ষমতা ধ্বংস করতে পিছপা হবে না।’ 

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইউরেনিয়াম উৎপাদন ইরানের অধিকার। এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইইএই’র ইরান সফরের কথা রয়েছে বলে জানায় দেশটির পররাষ্ট্র দপ্তর।

এসএইচ