বোয়িং যুদ্ধবিমান তৈরির কাজে নিযুক্ত ৩২০০ কর্মীর ধর্মঘট

বোয়িং
বোয়িং | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রে বোয়িং যুদ্ধবিমান তৈরির কাজে নিযুক্ত ৩ হাজার ২০০ জনের বেশি কর্মী ধর্মঘটে নেমেছে। দেশটির মিসৌরির সেন্ট লুইস অঞ্চল ও ইলিনয় অঙ্গরাজ্যে বিক্ষোভ করেন তারা।

কোম্পানির দেয়া দ্বিতীয় চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যানের এক দিন পরই ধর্মঘটের ডাক দেয় বোয়িং শ্রমিক ইউনিয়ন। তবে ধর্মঘটকে পাত্তা না দিয়ে বোয়িং ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, এসব শ্রমিক কাজ না করলে অনিবন্ধিত শ্রমিকদের দিয়ে উৎপাদন চালিয়ে যাবে তারা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চার বছরের চুক্তিতে গড় মজুরি ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ছিল। এছাড়াও ৫ হাজার ডলার বোনাসসহ ইনক্রিমেন্ট, সাধারণ ছুটি আর অসুস্থতার ছুটিও অন্তর্ভুক্ত ছিল। তবে এত সব সুযোগ-সুবিধা পেয়েও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেন বোয়িংয়ের সিইও।

বিক্ষোভকারীদের দাবি, তারা এমন একটি চুক্তি চায় যেখানে কর্মীদের দক্ষতা, অঙ্গীকার ও জাতীয় নিরাপত্তায় তাদের অবদান প্রতিফলিত হবে।

সেজু