ফিলিস্তিনকে আজই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র করার দাবি
যুক্তরাজ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র করার দাবি | ছবি: সংগৃহীত
0

আজই (রোববার, ২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। স্থানীয় সময় বিকেলে আনুষ্ঠানিক এ ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

গেল জুলাই মাসেই এ আভাস দিয়েছিল স্টারমার প্রশাসন। ব্রিটিশ সরকার জানায়, ইসরাইল অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি না হলে এবং শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করলে- সেপ্টেম্বরে নিজেদের অবস্থান থেকে সরে আসবে যুক্তরাজ্য। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে ফিলিস্তিনকে।

আরও পড়ুন:

মূলত এটাই ছিল স্টারমার প্রশাসনের শেষ আল্টিমেটাম। বার্তা সংস্থা বিবিসি'র দাবি, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের এমন অবস্থান ব্রিটিশ পররাষ্ট্র নীতির বড় পরিবর্তনের উদাহরণ।

যদিও, যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের তীব্র সমালোচনা করেছে ইসরাইল। ক্ষোভ প্রকাশ করেছে গাজায় জিম্মি থাকা ইসরাইলিদের পরিবারের সদস্যরা।

এসএস