দক্ষিণ কোরিয়ায় ট্রেনের ভেতরে আগুন দেয়ার ফুটেজ প্রকাশ

দক্ষিণ কোরিয়ায় ট্রেনের ভেতরে দেয়া আগুন
দক্ষিণ কোরিয়ায় ট্রেনের ভেতরে দেয়া আগুন | ছবি: সিএনএন
0

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী ট্রেনের ভেতরে এক ব্যক্তির নিজ ইচ্ছায় আগুন ধরিয়ে দেয়ার ফুটেজ প্রকাশ করেছে প্রশাসন। সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিউল সাবওয়ে লাইনের একটি বগিতে প্রথমে দাহ্য তরল ছিটিয়ে দেয় সন্দেহভাজন এক যাত্রী। সেসময় অন্য যাত্রীরা আতঙ্কে পালাতে শুরু করেন।

পরে খালি ট্রেনে আগুন ধরিয়ে দেয় ওই যাত্রী। গেলো মাসে ওই ঘটনায় আহত হন কমপক্ষে ছয়জন। এ ঘটনায়, হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ধারণা করা হচ্ছে, বিবাহবিচ্ছেদ নিয়ে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা থেকে ক্ষোভে এ ঘটনা ঘটান তিনি। শেষবার ২০০৩ সালে দক্ষিণ কোরিয়ার সাবওয়ে যোগাযোগে সবচেয়ে বড় দুর্ঘটনায় প্রাণ যায় প্রায় ২০০ মানুষের।

এসএইচ